দিওয়ালিতে মুছল ধর্মীয় ভেদাভেদ! প্রদীপের আলোয় সাজল দিল্লির নিজামুদ্দিন দরগা

ODD বাংলা ডেস্ক:যখন গোটা দেশ দিওয়ালি উৎসবে মেতে, তখন প্রতিবারের মতো সেজে উঠেছে নিজামুদ্দিন দরগা। সবচেয়ে বড় কথা, হজরত নিজামুদ্দিন আউলিয়ার মাজার সাজানোর কাজ করে থাকেন হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ। দূরদূরান্ত থেকে আসেন মানুষ। সন্ধে হলেই দরগার প্রতিটি কোণে প্রদীপ জ্বেলে দেন তাঁরা। এইসঙ্গে পরিবার, সমাজ ও গোটা দেশের শান্তি কামনায় প্রার্থনা করেন।মাজার প্রধান নাজিম নিজামী জানান, জাতপাতের ঊর্ধ্বে এভাবে দীপাবলি উদযাপনের ইতিহাস দরগার মতোই পুরনো। দরগার আলোর উৎসব স্থানীয়ভাবে ইদ-ই চর্যাঘন নামে পরিচিত। একইসঙ্গে যেমন পূণ্যার্থীরা দরগায় এসে প্রদীপ জ্বালান, তেমনই তাঁরা নিজামুদ্দিনের আশীর্বাদ হিসেবে প্রদীপ, মোমবাতি বাড়ি নিয়ে যান। নাজিম নিজামী আরও দাবি করেন, এই উৎসব আলাদা করে দরগার তরফে আয়োজন করা হয় না, বরং সাধারণ মানুষই দরগায় এসে উৎসব পালন করেন। তাঁর কথায়, “হিন্দু ভাইয়েরা নিজের ইচ্ছায় আসেন, প্রদীপ জ্বালান এবং মিষ্টি বিতরণ করেন। স্থানীয়রা তাঁদের সাহায্য করেন এবং উৎসবে অংশ নেন।”

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.