বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলির তালিকায় প্রথম দশে স্থান করে নিল দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর

ODD বাংলা ডেস্ক:  বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরের তালিকার প্রথম দশে জায়গা করে নিল দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর। অফিসিয়াল এয়ারলাইন গাইড বা ওএজি-র রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের অক্টোবর মাসে সিট ক্যাপাসিটি বা যাত্রী ধারণ ক্ষমতা এবং ডোমেস্টিক ও আন্তর্জাতিক উড়ানের ঘন-ঘন আনাগোনার নিরিখে দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর তালিকায় দশম স্থান অধিকার করেছে। আসলে গত দুবছর ধরে করোনা মহামারীর জেরে ব্যাপক প্রভাব পড়ছে উড়ান সংক্রান্ত শিল্পও। তবে চলতি বছর করোনাভাইরাসের দাপট কিছুটা কমায় বিমান শিল্পও ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে।সমীক্ষা করার পরে অ্যাভিয়েশন অ্যানালিটিকস কোম্পানি ওএজি জানিয়েছে যে, ২০১৯ সালের অক্টোবর মাসে অর্থাৎ অতিমারীর আগে দিল্লি বিমানবন্দর ব্যস্ততম বিমানবন্দরের তালিকার ১৪-তম স্থানে জায়গা করে নিয়েছিল। তবে সেই জায়গা থেকে অনেক উন্নতি দেখা যাচ্ছে ২০২২ সালের অক্টোবরের রিপোর্টে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.