উদ্বোধনের এক মাসের মধ্যেই বন্ধ মুখ্যমন্ত্রীর স্বপ্নের মেরিন ড্রাইভ

ODD বাংলা ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পগুলির মধ্যে অন্যতম সৈকতনগরী দিঘার ‘মেরিন ড্রাইভ’। দিঘা, তাজপুর, মন্দারমণিকে এক সুতোয় বাঁধতে পুজোর আগেই দিঘার মুকুটে জুড়েছিল নতুন এই পালক। যা ‘মেরিন ড্রাইভ’ নামে পরিচিত হলেও পরে নাম বদলে তা ‘দিঘা সৈকতসুন্দরী’ করা হয়। মুম্বইয়ের ধাঁচে সমুদ্রের কিনারা বরাবর তৈরি এই রাস্তার আকর্ষণে দিঘা ছুটে গিয়েছেন বহু পর্যটক। কিন্তু মেরিন ড্রাইভে ছুটে চলার স্বপ্ন ভেঙে খান খান হয়েছে অচিরেই। পুজোর সময় রাজ্যের অন্যান্য জায়গা থেকে যাওয়া পর্যটকদের অনেকেই ওই খানা-খন্দে ভরা মেরিন ড্রাইভে ঘুরতে গিয়ে ঘোরতর সমস্যার মধ্যে পড়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.