ডিজিটাল জনগণনার পথে মোদী সরকার, এর পরেই কি NRC-CAA? তুঙ্গে জল্পনা

ODD বাংলা ডেস্ক: করোনার জেরে কাজ বন্ধ থাকার পর শেষ পর্যন্ত দেশজুড়ে জনগণনার কাজ শুরু করতে চলেছে কেন্দ্র। তবে এবার সবটাই হবে ডিজিটালি। বিষয়টি নিয়ে ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। দাবি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের। সূত্রের খবর, এবার জনগণনায় নাগরিকদের ডিজিটাল ডেটা বেস তৈরি করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। করোনা অতিমারীর জন্য দু’বছর পিছিয়ে গিয়েছে জনগণনার কাজ। এখন পরিস্থিতি স্বাভাবিক হতে কেন্দ্র বাকি থাকা সেই কর্মসূচি সেরে ফেলতে চাইছে বলেই সূত্রের খবর। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, নাগরিকদের জন্ম-মৃত্যুর তারিখ। ভোটার তালিকা, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড সহ সব তথ্য একসঙ্গে করে এই ডিজিটাল ডেটাবেস তৈরি করা হবে। অনেকেই দাবি করছেন, এই ডেটাবেস আসলে বহু আলোচিত NRC-র লক্ষ্যে প্রথম পদক্ষেপ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.