ক্রেন নয়, দৃশ্যদূষণ ঠেকাতে এবার প্রতিমা নিরঞ্জনে ভাসান কুলি
ODD বাংলা ডেস্ক: আগে বিসর্জনের পর গঙ্গায় পড়ে থাকত প্রতিমার কাঠামো। দূষণ রুখতে বর্তমানে প্রতিমা আর জলে ফেলে রাখা হয় না। নিরঞ্জনের সঙ্গে সঙ্গে ক্রেন দিয়ে প্রতিমা তুলে নেওয়া হয়। কিন্তু ক্রেন দিয়ে প্রতিমা তুলতে সময় লাগছে। সেইসঙ্গে দৃশ্য দূষণ হচ্ছে। তাই এবার নয়া সিদ্ধান্ত কলকাতা পুরসভার।কলকাতা পুরসভার তত্ত্বাবধানে ১৬টি ঘাটে বিসর্জনপালা চলছে। বৃহস্পতিবারও ঘাট পরিদর্শনে যান মেয়র ফিরহাদ হাকিম। এদিন তিনি বলেন, ক্রেন দিয়ে জল থেকে প্রতিমা তুলতে সময় লাগছে। প্রতিমা তোলার সময় দৃশ্য দূষণও হচ্ছে। তাই এবার প্রতিমা নিরঞ্জনের কাজে ভাসান কুলি রাখা হবে। বিসর্জন দেওয়া মাত্রই প্রশিক্ষণপ্রাপ্ত ভাসান কুলিরা জল থেকে দ্রুত প্রতিমা তুলে আনবেন।
Post a Comment