মানিকের ছেলের অ্যাকাউন্টে ২.৬৪ কোটি টাকার হদিস! আদালতে দাবি ED-র
ODD বাংলা ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি-কাণ্ডে প্রাথমিক শিক্ষক পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান তথা পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের ছেলের অ্যাকাউন্টে ২ কোটি ৬৪ লক্ষ টাকার হদিস পাওয়া গিয়েছে বলে দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মানিকের ছেলের একটি সংস্থার অ্যাকাউন্টে ওই টাকা পাওয়া গিয়েছে বলে দাবি করা হয়েছে। মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়েছে মানিককে। সেখানেই মানিকের ছেলের অ্যাকাউন্টে কোটি টাকার হদিস পাওয়া যাওয়ার তথ্য আদালতে জানায় ইডি।ইডি জানায়, মানিক-পুত্র শৌভিকের নামে একটি কনসালটেন্সি ফার্ম রয়েছে। ৫৩০টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (যারা বি.ইডি, ডি.ইএল.ইডি-র মতো কোর্স করায়) ৫০ হাজার টাকা করে অর্থ দিয়েছে ওই সংস্থায়। তদন্তকারী সংস্থার দাবি, এক্ষেত্রে অর্থ তছরুপ হয়েছে। যদিও মানিকের আইনজীবী দাবি করেছেন, ওই অর্থ চেকের মাধ্যমে দেওয়া হয়েছে।
Post a Comment