ফের অস্বস্তিতে কেষ্ট-কন্যা, গরু পাচার মামলায় সুকন্যাকে দিল্লি তলব ED-র
ODD বাংলা ডেস্ক: নতুন অস্বস্তিতে কেষ্ট কন্যা। এবার গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে দিল্লিতে তলব করল ইডি। আগামী ২৭ অক্টোবর সুকন্যাকে দিল্লিতে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। উল্টোদিকে, এই মামলায় অনুব্রতর দেহরক্ষী সায়গলকেও দিল্লি নিয়ে যেতে মরিয়া এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। হাইকোর্টে এব্যাপারে ধাক্কা খাওয়ার পর ফের একবার আদালতের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় এই সংস্থা। গরু পাচার মামলায় গ্রেফতার হয়ে আসানসোল সংশোধনাগারে রয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। এই মামলার তদন্তে নেমে অনুব্রতর মেয়ের নামেও মিলেছে সম্পত্তির পাহাড়। সুকন্যা মণ্ডলের নামে রাইসমিল ছাড়াও মিলেছে জমি, বাড়ির মালিকানার কাগজপত্র। সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষিকা সুকন্যা কীভাবে পাহাড়-প্রমাণ এই সম্পত্তির মালিক হলেন? কোথা থেকে পেলেন তিনি এত টাকা? ইডি-সিবিআইয়ের এই প্রশ্নের উত্তর এখনও অধরা।
Post a Comment