টুইটার কিনেই CEO পরাগ আগরওয়ালসহ বহু কর্তাকে চাকরি থেকে সরালেন ইলন মাস্ক

ODD বাংলা ডেস্ক: টুইটার কেনার চুক্তি সম্পন্ন করেছেন ইলন মাস্ক। এবং চুক্তি সম্পন্ন হতেই টুইটার সিইও পরাগ আগরওয়ালকে থেকে বের করে দিলেন মাস্ক। এমনটাই দাবি করা হল সিএনবিসি-র এক রিপোর্টে। শুধু সিইও পরাগকেই নয়, টুইটারের চিফ ফাইন্যানশিয়াল অফিসার নেড সেয়গাল, সিএফও এবং আইন বিভাগের প্রধান বিজয়া গাড্ডেকেও চাকরি থেকে বের করে দিয়েছেন ইলন মাস্ক। এর আগে পরাগ আগরওয়ালের বিরুদ্ধে প্রমাণ নষ্টের অভিযোগ করেছিলেন ইলন মাস্ক।এর আগে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছিল যে ইলন মাস্ক টুইটারের মালিক হতেই সংস্থার ৭৫ শতাংশ কর্মীকে ছাঁটাই করবেন। তবে সংস্থার সান ফ্রান্সিসকোর সদর দফতরে গিয়ে নিজে কর্মীদের চাকিরর বিষয়ে আশ্বাস দিয়েছিলেন মাস্ক। তাঁর টুইটার অধিগ্রহণের ফলে ছাঁটাইয়ের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছিলেন তিনি। এদিকে গত বুধবারই নিজের ‘বায়ো’ বদল করে ইলন মাস্ক লেখেন, ‘চিফ টুইট’।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.