হু হু করে কমছে মার্ক জুকারবার্গ থেকে বহু তারকার ফেসবুক ফলোয়ার! ব্যাপারটা কী?

ODD বাংলা ডেস্ক: বুধবার সকাল থেকে ফেসবুকের ওয়ালে একের পর এক ভেসে আসছে বিশিষ্টজনদের স্ক্রিনশট। প্রত্যেকেই জানিয়েছেন রাতারাতি ফলোয়ার কমে গিয়েছে অনেকটা। কারও কয়েক লক্ষ ফলোয়ার কমে দাঁড়িয়েছে কয়েকহাজারে। স্বাভাবিকভাবেই মাথায় হাত প্রত্যেকের। কারণ লক্ষাধিক ফলোয়ার মোটেই মুখের কথা নয়। একদিনে বা রাতারাতি তা তৈরি করাও সম্ভব নয়। তবে শুধু বিশিষ্টজন নয়, বহু সংস্থা যারা জোরকদমে প্রচার চালায় ফেসবুকে, তাঁদের ফলোয়ার সংখ্যাও কমেছে এক ধাক্কায়।স্বাভাবিকভাবেই কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রথমে মনে করা হচ্ছিল যান্ত্রিক ত্রুটির কারণেই এই ঘটনা। তবে ফেসবুক সূত্রের খবর, প্রত্যেকের অনুরাগী সংখ্যা যা ছিল তা-ই রয়েছে। তবে সম্ভবত নিয়ম পরিবর্তন করেছে ফেসবুক। ফলে বর্তমানে যে ফলোয়ার সংখ্যা দেখাচ্ছে তা দৈনিক হিসেবে। অর্থাৎ প্রতিদিন কত সংখ্যক অনুরাগী বাড়ছে, তা দেখাচ্ছে। যদিও বিষয়টা নিশ্চিত নয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.