খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে ঢুকল সাপ! তারপর যা হল...

ODD বাংলা ডেস্ক: খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিল্লির বাড়িতে ঢুকে পড়ল সাপ! বৃহস্পতিবার রাতের এই ঘটনায় হুলস্থুল পড়ে যায় শাহের বাড়িতে প্রহরায় নিযুক্ত আধিকারিকদের মধ্যে। পরে অবশ্য জানা গিয়েছে পাঁচ ফুট দৈর্ঘ্যের ওই সাপটি নির্বিষ ঢোঁড়া প্রজাতির। পোশাকি নাম ‘এশিয়াটিক ওয়াটার স্নেক’, বাংলায় যাকে জলঢোঁড়া বলে।শাহের নিরাপত্তা আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে, গায়ে ডোরাকাটা দাগ থাকা সাপটিকে দেখা মাত্র স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েন তাঁরা। তৎক্ষণাৎ বন্যপ্রাণ বিভাগে খবর পাঠানো হয়। বন্যপ্রাণ বিভাগের দু’জন কর্মী এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। সাপটি নিরাপত্তা আধিকারিকদের ঘরের সামনে একটি কাঠের প্যানেলের ভিতর ঢুকে ছিল বলে জানা গিয়েছে। এই ধরনের সাপ সচরাচর পুকুর, ডোবার মতো ছোট জলাশয়ে থাকে। ১৯৭২ সালের বন্যপ্রাণ সংরক্ষণ আইনে এই ধরনের সাপকে সংরক্ষণ করার কথা বলা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.