মর্মান্তিক! বাড়িতে তৈরি চা খেয়েই প্রাণ হারাল ২ শিশু-সহ পাঁচজন


ODD বাংলা ডেস্ক: ঘরে তৈরি চা-ও যে প্রাণঘাতী হতে পারে, তা তো দুঃস্বপ্নেও ভাবতে পারেননি কেউ। কিন্তু বাস্তবে ঘটে গেল তেমনই। উত্তরপ্রদেশের মইনপুরীতে চা খাওয়ার পরই অসুস্থ হয়ে মৃত্যু হল পাঁচজনের। এদের মধ্যে ২ জন শিশু। প্রাথমিক অনুমান, বিষক্রিয়ায় তাঁদের মৃত্যু হয়েছে। দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।বৃহস্পতিবার মইনপুরীর নাগলা কানহাইয়া গ্রামে পরিবারের জন্য চা বানিয়েছিলেন রামামূর্তি নামে এক যুবতী। তাঁর স্বামী শিবনন্দন, বাবা, দুই ছেলেমেয়ে ও এক প্রতিবেশীকে তা খেতে দিয়েছিলেন। কিন্তু চা খাওয়ার পরই তাঁরা একে একে অসুস্থ হতে শুরু করেন। শিবনন্দন, তাঁর শ্বশুর রবীন্দ্র সিং, দুই ছেলেমেয়ে ৫ বছরের দিব্যাংশ, ৬ বছরের শিবাং অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.