সকলকে অনুপ্রেরণা জোগান এই চার রাশি, এদের কাজ ও ভাবনা সকলকে আকৃষ্ট করে

 


ODD বাংলা ডেস্ক: কারও জীবনের লড়াই ব্যক্তিতে অনুপ্রাণিত করে তো কারও সাফল্য অন্যকে এগিয়ে যেতে সাহায্য করে। আজ রইল এমনই কিছু ব্যক্তির কথা। শাস্ত্র মতে, রাশিচক্রের আছে চার রাশি। যারা অন্যকে অনুপ্রেরণা জোগাতে ওস্তাদ, এদের কথা বলার ভঙ্গি সকলকে আকৃষ্ট করে। এদের কাজ ও সাফল্য সকলেই এগিয়ে চলার উদ্যম জোগায়। দেখে নিন তালিকা।  


সফল ব্যক্তিকে দেখে অধিকাংশই অনুপ্রেরণা পান। কারও জীবনের লড়াই ব্যক্তিতে অনুপ্রাণিত করে তো কারও সাফল্য অন্যকে এগিয়ে যেতে সাহায্য করে। আজ রইল এমনই কিছু ব্যক্তির কথা। শাস্ত্র মতে, রাশিচক্রের আছে চার রাশি। যারা অন্যকে অনুপ্রেরণা জোগাতে ওস্তাদ, এদের কথা বলার ভঙ্গি সকলকে আকৃষ্ট করে। এদের কাজ ও সাফল্য সকলেই এগিয়ে চলার উদ্যম জোগায়। দেখে নিন তালিকা।  


ধনু রাশি

রাশি চক্রের নবম রাশির হল ধনু। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। স্বাধীনচেতা, উৎসাহী স্বভাবের ধনু রাশির ছেলে সকলকে অনুপ্রেরণা জোগায়। তাদের কাজ অন্যকে এগিয়ে যেতে সাহায্য করে। 


কন্যা রাশি

উদ্যমশীল, হাস্যকৌতুক ও আনন্দ প্রিয় স্বভাবের হন কন্যা রাশির ছেলেমেয়েরা। রাশি চক্রের ষষ্ঠ রাশি কন্যা। এই রাশির অধিকর্তা গ্রহ হল বুধ। এরা চারপাশের লোককে সব সময় উৎসাহিত করে। এদের কথা বলার ভঙ্গিক ও ভাবনা সব সময় অন্যদের জীবনের পথে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়। 


বৃষ রাশি

রাশির দ্বিতীয় রাশি হল বৃষ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। এই রাশির ছেলে মেয়েরা দৃঢ় ও ইতিবাচক মানসিকতার ব্যক্তি। এরা যে কোনও কাজে এগিয়ে যেতে ভয় পান না। এরা সব সময় কঠিনকে জয় করতে চান। এদের এমন আচরণ সকলরে অনুপ্রেরণা জোগায়।  


সিংহ রাশি

রাশি চক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল রবি। এরা জেদি, প্রতিজ্ঞ, দয়াবান ও গম্ভীর স্বভাবের হয়ে থাকেন। এদের প্রচুর কঠোর পরিশ্রম করেন। এদে ব্যবহারিক জ্ঞান থাকে বিস্তর। এদের এই জ্ঞান ও আচরণ চারপাশের সকলকে সঠিক পথে এগিয়ে চলার অনুপ্রেরণা জোগায়। 


বৈদিক শাস্ত্রে রয়েছে ১২টি রাশির উল্লেখ। শাস্ত্র মতে, এই সকল রাশির অধিকর্তা গ্রহ ভিন্ন। সে কারণে সকলের চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা। শাস্ত্র মতে, কেউ গম্ভীর, কেউ শান্ত, কেউ মিষ্টিভাষী, কেউ উদ্ধত। তেমনই কারও রসবোধ বেশি তো কারও কম। কেউ গল্প করতে ভালোবাসেন তো কেউ সারা দিন নিজের মনে থাকেন। তেমনই কেউ আদর্শবাদী তো কেউ নয়। তেমনই কারও ভাবনা ও কাজ অন্যকে অনুপ্রেরণা জোগায়। তো কারও নয়। এমনই ব্যখ্যা রয়েছে শাস্ত্রে। শাস্ত্র মতে, এই চার রাশি অনুপ্রেরণা জোগাতে ওস্তাদ। এদের কাজ সকলকে আকৃষ্ট করে।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.