মেনে চলুন এই চার পদ্ধতি, কালীপুজোর আগে ত্বকে আসবে জেল্লা, জেনে নিন কীভাবে
ODD বাংলা ডেস্ক: ত্বকে জেল্লা আনতে আমরা কত কী করে থাকি। কেউ বাজার চলতি পণ্য ব্যবহার করে তো কেউ ব্যবহার করে ঘরোয়া টোটকা। তেমনই কেউ পার্লার ট্রিটমেন্ট করান। এদিনে হাতে সময় খুবই কম। এই অল্প সময়ের মধ্যে ত্বকে জেল্লা আনতে রইল বিশেষ টিপস। দিওয়ালীর আগে ত্বক উজ্জ্বল করতে মেনে চলুন এই বিশেষ চার টোটকা। জেনে নিন কী কী।
আর কদিন পরই আলোর উৎসব। সর্বত্র পালিত হবে ধনতেরাস দিয়ে শুরু হবে মায়ের আরাধনা। বাঙালির আরও এক বড় উৎসব হল কালীপুজো। আর উৎসব মানেই জমিয়ে খাওয়া দাওয়া আর ফ্যাশন। এই সময় পোশাক থেকে সাজগোজ সব নিয়েই চলে বিশেষ চর্চা। পুজোর আগে উজ্জ্বল ত্বক পেতে চলে জোড় কসরত। ত্বকে জেল্লা আনতে আমরা কত কী করে থাকি। কেউ বাজার চলতি পণ্য ব্যবহার করে তো কেউ ব্যবহার করে ঘরোয়া টোটকা। তেমনই কেউ পার্লার ট্রিটমেন্ট করান। এদিনে হাতে সময় খুবই কম। এই অল্প সময়ের মধ্যে ত্বকে জেল্লা আনতে রইল বিশেষ টিপস। দিওয়ালীর আগে ত্বক উজ্জ্বল করতে মেনে চলুন এই বিশেষ চার টোটকা। জেনে নিন কী কী।
ত্বক উজ্জ্বল দেখাতে চাইলে সবার আগে ত্বক হাইড্রেট রাখুন। রোজ ৭ থেকে ৮ গ্লাস করে জল খান। শরীরে জলের অভাব ঘটলে দেখা দিতে পারেন নানা জটিলতা। ডিহাইড্রেশন থেকে হজমের সমস্যা মতো নানান জটিলতা দেখা দিতে পারে। তেমনই শরীরে জলের অভাব ঘটলে ত্বক দেখায় রুক্ষ্ম ও নিষ্প্রাণ। তাই এই সময় রোজ পর্যাপ্ত জল পান করুন।
রোজ ত্বক পরিষ্কার করুন। ঘরোয়া উপায় ত্বক পরিষ্কার করতে পারেন। বেসন কিংবা ময়দা দিয়ে প্যাক বানিয়ে লাগাতে পারেন। তেমনই বাজার চলতি পণ্য ব্যবহার করতে পারেন। এমন পণ্য বেছে নিন যা ত্বকের জন্য উপযুক্ত হবে। এতে ত্বক হবে পরিষ্কার।
ফেসমাস্ক ব্যবহার করুন নিয়মিত। ফেসমাস্ক লাগানো পর ১৫ মিনিটের বেশি মুখে রাখবেন না। এতে ত্বক রুক্ষ্ম হয়ে যায়। ফেসমাস্ক কতক্ষণ মুখে রাখবেন তা প্যাকের পিছনে উল্লেখ করা থাকে। তার বেশি সময় ত্বকে ফেসপ্যাক লাগিয়ে রাখলে ত্বকের সমস্যা দেখা দেয়। মেনে চলুন এই বিশেষ টিপস। চাইলে যেমন বেছে নিতে পারেন বাজার চলতি ফেসমাস্ক। তেমনই বানাতে পারেন ঘরোয়া ফেসম্যাস্ক। ত্বকে উপযুক্ত পণ্য বেছে নেওয়া সবার আগে প্রয়োজন।
রাতে ত্বকের অবশ্যই যত্ন নিন। রাতে নাইট ক্রিম মেখে ঘুমান। এই সময় অনেকের ত্বক রুক্ষ্ম হতে শুরু করেছে। ঘটছে আবহাওয়ার পরিবর্তন। তাই সময় থাকতে যত্ন নিন। ত্বক পরিষ্কার করুন নিয়মিত। তেমনই নিয়মিত ক্রিম লাগান। এই সময় হালকা ময়েশ্চরাইজার ব্যবহার করাই ভালো।
Post a Comment