বড় সিদ্ধান্ত সরকারের, ১৫ নভেম্বর থেকে অফিস শুরু সকাল ৯টা থেকে
ODD বাংলা ডেস্ক: বদলে যাচ্ছে অফিস শুরুর সময়। আগামী মাসের ১৫ তারিখ থেকে বাংলাদেশের সরকারি অফিস শুরু হচ্ছে সকাল ৯টা থেকে। ছুটি বিকেল ৪টেয়। সোমবার এক বৈঠকে এমনই সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনা মন্ত্রিসভা। বৈঠক শেষে আজ একথা জানিয়েছেন মন্ত্রিপরিষদের সচিব খন্দেকার আনোয়ারুল ইসলাম। বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। সরকারি অফিসের টাইমিং ঠিক করার পাশাপাশি ঠিক হয়েছে বার্ষিক ছুটির দিনও। আগামী বছর সরকারি ছুটি থাকবে মোট ২২ দিন। সোমবার ওই বৈঠক শেষে সাংবাদিকদের খন্দেকার আনোয়ারুল ইসলাম বলেন, দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কাজের সময়ের রদবদল করা হয়েছে। শীত এসে যাওয়ায় সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কাজকর্ম শুরু হবে সকাল ৯টা। কাজ শেষ হবে বিকেল ৪টেয়।
Post a Comment