যৌনতার জন্য গ্রীবা: বিবর্তনের জিরাফ কাহিনি
ODD বাংলা ডেস্ক: জিরাফ তার লম্বা গলার জন্য পরিচিত, যেটা দিয়ে সে অনেক উঁচু গাছের পাতা খেতে পারে। কিন্তু হয়ত খাদ্যের প্রয়োজনে নয় জিরাফের গলার বিবর্তন হয়েছে যৌনতার জন্য।
মধ্যযুগের বেশ কিছু চমৎকার তত্ত্ব আছে এই বিষয়টি নিয়ে।এতে বলা হয়েছে চিতাবাঘ আর উটের সংকর হলো জিরাফ। অন্য তত্ত্বগুলো বলছে, গ্রিক পৌরাণিক গল্পে যে কাইমেরার কথা বলা হয়েছে সেই প্রাণীর একটা ধরন এটি, অথবা চীনা পৌরাণিক গল্পে পরিচিত কিলিন প্রাণীর একটি ধরন হলো জিরাফ।
চার্লস ডারউইন বলেছেন, জিরাফের গলা লম্বা হওয়া বিবর্তনএবং প্রাকৃতিক নির্বাচনের উদাহরণ। তিনি বলেছেন, এই প্রাণীর গলা লাখ লাখ বছর ধরে বিবর্তিত হয়ে লম্বা হয়েছে, যাতে তারা খাদ্যের উৎস, যেমন উঁচু গাছের ডালপালা পর্যন্ত পৌঁছাতে পারে।
কিন্তু সম্প্রতি বিজ্ঞানীরা একটি ভিন্ন তত্ত্ব দিয়েছেন।তারা বলছেন, যৌনকর্মই জিরাফের গলা লম্বা হওয়ার কারণ। তারা এর নাম দিয়েছেন ‘নেকস ফর সেক্স'। তারা বলছেন, যৌনতার প্রতিযোগিতার সময় পুরুষ জিরাফেরা গলাকে ব্যবহার করত।
নতুন একটি গবেষণা প্রতিবেদন বলছে,তারা যেসব তথ্য-প্রমাণ জোগাড় করেছেন, তাতে এটাই প্রমাণ হয় যে, যৌন সঙ্গী নির্বাচনের ভয়াবহ যুদ্ধে টিকে থাকার প্রয়োজনে জিরাফের গলা বিবর্তিত হয়ে এত লম্বা হয়েছে।
ডিস্কোকেরিক্স জিহি নামে নতুন একটি প্রাণীর ফসিল গবেষণা করে বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন। এই প্রাণীটি ১ কোটি ৬৯ লাখ বছর আগের। ধারণা করা হচ্ছে জিরাফের প্রাথমিক রূপ এটি। এটি জিরাফয়েড নামেও পরিচিত। এদের মাথা ও গলার জোড়ার গড়ন ভীষণ জটিল যা আজ পর্যন্ত কোন স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে দেখা যায়নি।
পুরুষ জিরাফয়েডের গলা ভীষণ লম্বা এবং শক্তিশালী, যা দিয়ে খুব সহজেই প্রতিদন্দ্বীকে ঘায়েল করা যায় এবং মাদি জিরাফের সাথে মিলিত হওয়া যায়। এক কোটি ১০ লাখ বছর ধরে জিরাফের গলা বিবর্তিত হয়েছে বলে ধারণা বিজ্ঞানীদের।
Post a Comment