১০০ জনের ভার বহনের ক্ষমতা, মোরবি সেতুতে চড়েছিলেন ৫০০ জন, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে
ODD বাংলা ডেস্ক: গুজরাতে মোরবি ব্রিজের দুর্ঘটনা নিয়ে একের পর এক চাঞ্চল্যতর তথ্য প্রকাশ্যে আসতে শুরু করেছে। জানা গিয়েছে ১০০ জনের ভার বহনেরপ ক্ষমতা ছিল মচ্ছু নদীর উপরে তৈরি কেবল ব্রিজটির। সেটার উপরে রবিবার দিন ৫০০ জন চড়েছিল বলে জানা গিয়েছে। অতিরিক্ত ভারের কারণেই ব্রিজটি ভেঙে পড়েছিল বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। ইতিমধ্যেই রক্ষণাবেক্ষণকারী সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।মোরবির পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে ২ কোটি টাকা খরচ করে ৬ মাস ধরে ব্রিজটি রক্ষণাবেক্ষণ করা হয়েছিল। কিন্তু তাতে খোলার আগে কারোর অনুমতি নেওয়া হয়নি। অর্থাৎ স্থানীয় পুরসভা বা প্রশাসনকে কোনও বিষয়ে জানানো হয়নি। ব্রিজ সাধারণের জন্য খোলার পর যাত্রী প্রবেশে কোনও নিয়ন্ত্রণও ছিল না। কাউকে না জানিয়েই রক্ষণাবেক্ষণকারী সংস্থা ব্রিজটি সাধারমের জন্য খুলে দেয় বলে অভিযোগ।
Post a Comment