কালীপুজো ভাসাবে সিত্রং! এগিয়ে আসছে নিম্নচাপ, দক্ষিণে প্রবল দুর্যোগের আশঙ্কা

ODD বাংলা ডেস্ক: ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে উপকূলের দিকে এগিয়ে আসছে নিম্নচাপ। শীঘ্রই তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। যার জেরে কালীপুজোর দিন থেকেই দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড় সিত্রংয়ের গতিবিধির দিকে নজর রাখা হয়েছে।হাওয়া অফিস জানিয়েছে, গত ৩ ঘণ্টায় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ ক্রমশ উত্তর-পশ্চিম দিকে এগিয়েছে। আপাতত তার গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। আরও উত্তর-পশ্চিমে এগিয়ে এই নিম্নচাপ রবিবার সকালের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। তার পর সাগরেই দিক পরিবর্তন হতে পারে নিম্নচাপের। উত্তর-পূর্ব অভিমুখে এগোতে এগোতে সোমবার সকালের মধ্যে মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড়ে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.