অবাক কাণ্ড, মুরগির ডিমের ওজন ২১০ গ্রাম!

 


ODD বাংলা ডেস্ক: কোলহাপুরের দিলীপ চবনের খামারের একটি মুরগির ডিমের ওজন ২১০ গ্রাম। মুরগি এবং তার ডিমের কথা লিমকা বুক অব রেকর্ডসে ঢুকে গিয়েছে। দিলীপ নামে ঐ ব্যক্তি নিজেও বিশ্বাস করতে পারছিলেন না তার খামারে বেড়ে ওঠা একটি মুরগি এমন একটি ডিম দেবে, যার ওজন ২১০ গ্রাম।

বিশ্বাস না হলেও ঘটনাটি সত্যি। দিলীপ একটি সংবাদমাধ্যমকে জানিয়েছে, গত রবিবার রাতে সে কোনো কারণে খামারে ঢুকেছিল। দেখে একটি মুরগির পাশে একটি ডিম পড়ে রয়েছে। ডিমের আকার দেখে সে রীতিমতো ঘাবড়ে যায়। ডিম দেখে তার চোখ কপালে ওঠে।


ওঠারই কথা। কারণ, গত ৪০ বছর ধরে খামার ব্যবসার সঙ্গে সে যুক্ত। এই ৪০ বছরে এমন ডিম সে এই প্রথম দেখল। 


দিলীপবাবু বলেন, প্রথমে ডিমটা স্কেল দিয়ে মাপি। সাধারণভাবে ডিমের যা মাপ হয়, এই অসাধারণ ডিমের মাপ বেশি। তারপর ওজন করার সিদ্ধান্ত নিই। ওজনপাল্লার কাঁটা দেখে জ্ঞান হারিয়ে ফেলার জোগাড় হয়েছিল।


কাঁটা বনবন করে ঘুরতে ঘুরতে গিয়ে থামল ২০০ গ্রামের ঘরে। মনে হলো, ওজনপাল্লায় কিচু একটি হয়ে থাকবে। সেই ডিম পরে আরো এটা ওজন পাল্লায় বসাই। ২০০ গ্রাম ছাড়িয়ে থামল এবার ২১০ গ্রামের ঘরে। সেবারেও মনে হলো, কিছু এটা হয়ে থাকবে। ডিম পরে অন্য একটি পাল্লায় বসাই। ওমা, ডিমের ওজন ২১০ গ্রাম।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.