শীতকালে ফাটা ঠোঁটের সমস্যায় জেরবার? মুক্তি পেতে মেনে চলুন এইসব ঘরোয়া টোটকা
ODD বাংলা ডেস্ক: আসছে শীতের রুক্ষ-শুষ্ক দিন, আর এইসময় কমবেশি সকলেই যে সমস্যায় ভোগেন তা হল ঠোঁট ফাটা, বা ঠোঁটের শুষ্কতা। এর জন্য অনেক সময় ঠোঁট ফেটে রুক্ষ হয়ে যায় এবং অনেকসময় রক্তও পড়ে। আর এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাকে প্রতিদিন অল্প হলেও ঠোঁটের পরিচর্যা করতে হবে। সকালে ঘুম হতে ওঠার পর যখন মুখ ধোয়ার পরে যখন ঠোঁট ভিজে থাকবে তখন পরিষ্কার নরম তোয়ালে দিয়ে হালকা হাতে ঠোঁট ঘষুন। এতে খুব সহজেই ঠোঁটের মৃত কোষ পরিষ্কার হয়ে যাবে।
- এছাড়া প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে সামান্য আমন্ড অয়েল নিয়ে ঠোঁটে ম্যাসেজ করুন কিছুক্ষণ। সারারাত রেখে দিন ভালো ফল পাবেন। ঠোঁটের চামড়া উঠলে কখনও দাঁত দিয়ে কামড়াবেন না বা হাত দিয়ে চামড়া তোলার চেষ্টা করবেন না। হাতে থাকে ময়লা জীবাণু যা দ্বারা ঠোঁটে আরও বেশি সমস্যা দেখা দিতে পারে।
- শীতকালেও প্রচুর পরিমাণে জল খান। অনেক সময় জলশূন্যতার কারণে আমাদের দেহ অতিরিক্ত শুষ্ক হয়ে যায় এবং এর কারণেও ঠোঁট ফাটে। তাই প্রচুর জল পান করা প্রয়োজন।
- মাঝে মাঝে ঠোঁটে লেবুর রস ও চিনি মিশিয়ে হালকা হাতে ম্যাসেজ করুন। লেবুর রসের কারণে ফাটা ঠোঁট সামান্য জ্বলতে পারে কিন্তু কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যাবে।
- ফাটা ঠোঁটের যত্নে আপনি নারকেল তেল বা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন।
লিপস্টিক লাগানোর আগে-
- ঠোঁট ফাটা থাকে লিপস্টিক লাগাতেও সমস্যা হয় এবং ভালো দেখায় না। তাই ফাটা ঠোঁটে লিপস্টিক লাগানোর আগে ঠোঁটে সামান্য সানস্ক্রিন লাগিয়ে নিন। এর কয়েক মিনিট পর ঠোঁটে সামান্য ফাউন্ডেশন লাগান। আরও কিছুক্ষণ অপেক্ষা করে তারপর লিপস্টিক লাগান।
- ঠোঁট ফাটা সমস্যায় কখনওই ম্যাট লিপস্টিক লাগাবেন না এতে করে আপনার ঠোঁট আরও বেশি ড্রাই হয়ে যাবে। তাই লিপস্টিকের ক্ষেত্রে গ্লসি লিপস্টিক লাগানোই ভাল।
Post a Comment