২ বিচারপতির ২ রায়, হিজাব বিতর্কে 'সুপ্রিম' মোড়

ODD বাংলা ডেস্ক: হিজাব মামলায় ভিন্ন রায় সুপ্রিম কোর্টের দুই বিচারপতির। পৃথক পৃথক রায় দিলেন দুই বিচারপতি। উচ্চতর বেঞ্চে পাঠানো হল মামলা। হিজাব মামলায় কর্নাটক হাইকোর্টের রায়কে সঠিক বললেন বিচারপতি হেমন্ত গুপ্ত। অন্যদিকে, কর্নাটক হাইকোর্টের রায়কে খারিজ করলেন বিচারপতি সুধাংশু ধুলিয়া। হিজাব পরায় কর্নাটক সরকারের নিষেধাজ্ঞা খারিজ করে দেন তিনি। সবমিলিয়ে হিজাব বিতর্কে ফের যোগ হল নয়া মাত্রা। বিচারপতি সুধাংশু ধুলিয়া কর্নাটক সরকারের নির্দেশ খারিজ করে বলেন, 'হিজাব পরা-না পরা একটা ব্যক্তিগত পছন্দের বিষয়। গ্রামীণ ভারতে একটি বাচ্চা মেয়েকে অনেকসময়ই অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। সেকথা মাথায় রেখেই যে প্রশ্নটা আমার মনে এল, তা হল কেন আমরা তার জীবনটাকে আরও কঠিন বানাচ্ছি?' দুই বিচারপতির দুই ভিন্ন রায়ের পরই মামলাটি এবার সুপ্রিম কোর্টের ৩ বিচারপতির উচ্চতর বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়। মামলাটি এখন প্রথমে শুনবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.