'মমতার ধর্নামঞ্চ, বিক্ষোভের কারণেই টাটা-রা সিঙ্গুর ছেড়েছিল', চাঞ্চল্যকর দাবি রবীন্দ্রনাথের

ODD বাংলা ডেস্ক: সিঙ্গুর থেকে টাটাদের সিপিএম তাড়িয়েছে', মুখ্যমন্ত্রী এই মন্তব্যের সঙ্গে সম্পূর্ণ সহমত হলেন না। সিঙ্গুরের প্রাক্তন বিধায়ক তথা মাস্টার মশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য। আজ তিনি বলেন, একমাত্র সিপিএম জন্যেই টাটা চলে গেছে তাতে আমি সহমত পোষণ করিনা। সিঙ্গুর আন্দোলনকারী রূপে আমরা যারা নেতৃত্বে ছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় ও  অন্যান্য দলসহ সবাই মিলে যে ধর্না মঞ্চ করে যে বিক্ষোভ দেখিয়েছেন মূলত সেই সব কারনেই টাটা চলে গিয়েছে।'ধর্নামঞ্চ ও আন্দোলনের কারণেই টাটা-রা সিঙ্গুর ছেড়েছিল।  মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের সঙ্গে সহমত নন প্রাক্তন তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। সিপিএমের জন্যই টাটা-রা চলে গেছে, তাতে আমি সহমত নই। মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য দল-সহ সবাই মিলে ধর্নামঞ্চ করে বিক্ষোভ দেখিয়েছিল, মূলত সেই কারণেই টাটা-রা চলে গেছে', বলে জানিয়েছেন সিঙ্গুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক। নিরাপত্তার কারণেই টাটা গোষ্ঠী রাজ্য ছেড়েছিল বলে দাবি রবীন্দ্রনাথ ভট্টাচার্য-র। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.