২৪০ কিলোমিটার বেগে টাইফুন নরু’র তাণ্ডব! প্রভাব পড়বে ভারতেও, জারি সতর্কতা
ODD বাংলা ডেস্ক: উৎসবের রেশ কাটতে না কাটতেই ভয়ানক এক তাণ্ডবের ইঙ্গিত দিল হাওয়া অফিস৷ সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় নরুর দাপটে এখনই ভারত থেকে বর্ষা তো যাবেই না, বরং বিপদের সম্ভাবনা আরও বাড়বে৷ ঘূর্ণিঝড় নরুর প্রভাবে ইতিমধ্যে ভয়ে কাঁটা হয়ে আছে সাগরপাড়ের একাধিক অংশ৷ বলা হয়েছে, ঝড়ের গতিবেগ রয়েছে ২৪৯ কিলোমিটার প্রতিঘণ্টায়৷ ধ্বংসলীলা চালানোর জন্য যা যথেষ্ট৷ আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ভারতের আবহাওয়ায় ঝড় নুরুর প্রভাব দেখা যাচ্ছে। এ কারণেই নবমী ও দশমীর সময়ও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি দেখা গিয়েছে।নরু আছড়ে পড়েছে ফিলিপনসে। আবহাওয়া দফতর জানিয়েছে, সুপার সাইক্লোন নুরুর প্রভাবে বঙ্গোপসাগরে অনেক এলাকায় আবহাওয়ার পরিবর্তন হয়েছে। আজও দেশের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
Post a Comment