ভারত-পাক মহারণ: ক্যাচ ধরেই পাকিস্তানকে পিছনে ফেলে দিল দেশের তারকা ক্রিকেটাররা

ODD বাংলা ডেস্ক: ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উচ্ছ্বাস-উন্মাদনা, সঙ্গে চাপা টেনশন। কী হয়, কীহয়? ২৩ অক্টোবর আরেকবার মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী। তাও আবার টি-২০ বিশ্বকাপের মঞ্চ। কিন্তু জানেন কি বিশ্বকাপের মঞ্চে এই দুই দলের লড়াইয়ে সবচেয়ে বেশি ক্যাচ কে নিয়েছেন? 

তিনি ভারতেরই তারকা। তিনি সুরেশ রায়না। ভআরত-পাক ম্যাচে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার নজির এই তারকার। 

বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচে হওয়ায় থাকা সর্বাধিক বল তালু বন্দি করেছেন সুরেশ রায়না।  রায়না বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে মোট ৭টি ক্যাচ নিয়ে এই তালিকার প্রথম স্থানে রয়েছেন। 

এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি।প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট হওয়ায় থাকা মোট চারটি বল তালুবন্দি করেছেন। বিরাটের সঙ্গে এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন আরও দুই ক্রিকেটার। শোয়েব মালিক এবং রোহিত শর্মা। বর্তমান ভারত অধিনায়ক রোহিত এবং পাক অলরাউন্ডার শোয়েব'ও চারটি করে ক্যাচ নিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.