বিদেশ থেকে এই সব পণ্য আমদানি করলেই সমস্যা? নয়া নিয়ম আনছে কেন্দ্র
ODD বাংলা ডেস্ক: বিদেশি পণ্য আমদানি ক্ষেত্রে এবার নতুন নিয়ম আনতে চলেছে কেন্দ্র। ভারতের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি বলেছে যে বিদেশি খাদ্য উৎপাদন সংস্থা যারা এদেশে খাদ্য পাঠায়, এদের মধ্যে যারা দুধ এবং মাংসের পণ্য রফতানি করতে চায়, তাদেরকে এবার থেকে কেন্দ্রের কাছে রেজিস্টার করতে হবে নিজের সংস্থাকে। নয়া নিয়মটি ১ ফেব্রুয়ারি ২০২৩ থেকে কার্যকর হবে বলে জানান হয়েছে। ভারতে মাংস, দুধ এবং শিশুদের খাদ্যের মতো পণ্য রফতানি করতে হলে বিদেশি খাদ্য উৎপাদন সংস্থাদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে।বিদেশ থেকে আসা পণ্যগুলির মধ্যে রয়েছে পোল্ট্রি, মাছ এবং সেই পণ্য; ডিম, শিশু খাদ্য। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল সোমবার দেশের সমস্ত বিভিন্ন গুণমান নির্ণায়ক সংস্থাগুলির একত্রিতকরণের কথাও বলেন। এও বলা হয় ভারতে আসা পণ্যগুলিকে অবশ্যই আন্তর্জাতিক মানের মান পূরণ করতে হবে৷ এর ফলে 'ব্র্যান্ড ইন্ডিয়া' তৈরিতে সহায়তা করবে এই নিয়ম৷
Post a Comment