ভারতীয়দের প্রায় সাত হাজার কোটির ব্যবসা, সঙ্গে ৭ লক্ষের চাকরির সুযোগ করে দিয়েছে YouTube
ODD বাংলা ডেস্ক: ইউটিউবকে ব্যবহার করে রেকর্ড আয় করছেন ভারতীয় ইউটিউবাররা। তৈরি হয়েছে ৭ লক্ষ চাকরি, ভারতের জিডিপিতে অবদান প্রায় ৭ হাজার কোটি টাকা। সাইফাই ২০২২-এর আসরে এমনই তথ্য জানিয়েছেন ইউটিউবের চিফ প্রোডাক্ট অফিসার তথা গুগ্লের এসভিপি নীল মোহন।অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন বা ওআরএফের অনুষ্ঠানে নীল জানিয়েছেন, ভারতে ভিডিয়ো তৈরি করে তা আপলোড করে জনপ্রিয়তা পাচ্ছেন বহু মানুষ। তাতে কেবল যে ভিডিয়োর জনপ্রিয়তা বাড়ছে তা-ই নয়, এটা করে বছরে ৬,৮০০ কোটি টাকা আসছে। তৈরি হয়েছে অন্তত ৭ লক্ষ চাকরি।ইউটিউবের মতো মাধ্যমকে ব্যবহার করে সেই ব্যবসা ছড়িয়ে পড়ছে লক্ষ কোটি মানুষের মধ্যে। স্বভাবতই ব্যবসার বহর বাড়ছে লাফিয়ে।
Post a Comment