বিমানের ইঞ্জিনে অগ্নিশিখা, দিল্লিতে ইন্ডিগোর উড়ানে কেন বিপত্তি? তদন্তে DGCA

ODD বাংলা ডেস্ক: শুক্রবার রাত ৯টা ৪৫ মিনিটে দিল্লি বিমানবন্দর থেকে ১৮০ জনেরও বেশি যাত্রীকে নিয়ে বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দিচ্ছিল ইন্ডিগোর একটি বিমান। টেক অফের ঠিক আগের মুহূর্তেই ‘৬ই-২১৩১’ বিমানের ইঞ্জিনে আগুন দেখা যায়। সঙ্গে সঙ্গে বিমানটিকে রানওয়েতে থামানো হয়। অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে তৎক্ষণাৎ আগুন নেভানো হয়। এই ঘটনা ঘিরে জরুরি অবস্থা ঘোষণা করা হয় দিল্লি বিমানবন্দরে। শুক্রবার দিল্লি বিমানবন্দরের ওই ঘটনায় ডিজিসিএ-কে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.