মমতার পরামর্শেই তৈরি হবে বালিশ, কাশ ফুল সংগ্রহ হাওড়ায়

ODD বাংলা ডেস্ক: কাশফুলকে কাজে লাগিয়ে বালিশ, বালাপোশ তৈরির পরামর্শ দিয়েছিলেন খোদ মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত কর্মসংস্থান ও ক্ষুদ্র শিল্পকে এগিয়ে নিয়ে যেতে হাওড়ার প্রশাসনিক সভা থেকে এই টিপস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর এনিয়ে তুমুল হাসাহাসি শুরু হয়েছিল বাংলা জুড়ে। তবে এবার সেসব অতীত। বাস্তবের মাটিতেই কাশফুল দিয়ে বালিশ তৈরির উদ্যোগ। হাওড়ার সাঁকরাইলে পুজোর মরসুমে এই কাশফুল সংগ্রহ করা হয়েছে বলে খবর। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই কাশ বালিশ তৈরি করবেন।সূত্রের খবর, এখনও পর্যন্ত প্রায় ২৫ কেজি মতো কাশফুল সংগ্রহ করা হয়েছে। প্রশাসনিক সহযোগিতায় এই কাশফুল সংগ্রহ করা হয়েছে। ডিস্ট্রিক্ট ইনডাস্ট্রিয়াল সেন্টারের পক্ষ থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এনিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁরাই তৈরি করবেন এই বালিশ। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.