ODD বাংলা ডেস্ক: প্রায় ১৬ বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে। অক্ষয় কুমারের ছবি ‘গোল্ড’-এর হাত ধরে হিন্দি সিনেমায় অভিষেক হয় বঙ্গতনয়া মৌনী রায়ের। প্রবাসী বাঙালি নায়িকা হিন্দিতেই কাজ করে এসেছেন এত দিন। তবে যতই প্রবাসে বাস হোক না কেন, আদতে তো তিনি বাঙালি। তাই কলকাতার প্রতিও তেমনই টান নায়িকার। এক দিকে ‘ব্রহ্মাস্ত্র’র মারকাটারি সাফল্য তার মধ্যেই কলকাতায় ঘুরে গেলেন অভিনেত্রী। একটি বিজ্ঞাপনে তাঁকে দেখেও ফেলেছেন দর্শক। নাচের রিয়্যালিটি শোয়ে বিশেষ অতিথি হিসাবেও নজর কেড়েছিলেন। তবে কি এ বার টলিউডে পা রাখতে চলেছেন অভিনেত্রী?সূত্রের খবর,খুব শীঘ্রই নাকি বাংলা ছবিতে দেখা যাবে মৌনীকে। আসছে রক্তিম চট্টোপাধ্যায় প্রযোজিত, অঙ্কুশ হাজরা নিবেদিত নতুন ছবি ‘মির্জা’। এই ছবির হাত ধরেই নাকি বাংলা ছবিতে অভিষেক ঘটতে চলেছে মৌনী রায়ের। ছবিতে একটি বিশেষ গানের জন্য ফোন গিয়েছে নায়িকার কাছে। না, এখনও অভিনেত্রীর তরফ থেকে চূড়ান্ত কিছুই জানানো হয়নি।
Post a Comment