জম্মু-কাশ্মীরে ঘুমন্ত পরিযায়ী শ্রমিকদের উপর গ্রেনেড ছুঁড়ল জঙ্গিরা, মৃত ২
ODD বাংলা ডেস্ক: কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে সঙ্গে ভূস্বর্গে ফের জঙ্গি নিশানায় পরিযায়ী শ্রমিকেরা। ঘুমন্ত শ্রমিকদের উপর গ্রেনেড ছুঁড়ে হত্যা সন্ত্রাসবাদীদের। জম্মু-কাশ্মীরের সোপিয়ানে সোমবার মাঝরাতে ঘটেছে এমনই ভয়াবহ ঘটনা।উপত্যকায় কাশ্মীরি পণ্ডিতকে হত্যার আতঙ্ক কাটতে না কাটতেই এবার পরিযায়ী শ্রমিকদের উপর হামলা। স্থানীয় পুলিশ সূত্রে খবর, সোমবার মাঝরাতে সোপিয়ামের হারমেন এলাকায় পরিযায়ী শ্রমিকদের ক্যাম্পে গ্রেনেড ছুঁড়ে পালায় এক জঙ্গি। গ্রেনেড হামলায় মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশের দুই শ্রমিকের। মৃতদের নাম রাম সাগর এবং মনীশ কুমার। দুজনেই উত্তরপ্রদেশের কনৌজের বাসিন্দা। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে উপত্যকায়। এই গত কয়েকমাসে একাধিকবার ভূস্বর্গে হামলার মুখে পরিযায়ী শ্রমিকেরা। অভিযুক্ত জঙ্গিকে একঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে সোপিয়ান পুলিশ। জম্মু-কাশ্মীরের ADG বিজয় কুমার জানিয়েছেন, ''লস্কর-ই-তৈবা, ইমরান বসির জ্ঞানী নামের হাইব্রিড জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। সেই শ্রমিকদের উপর গ্রেনেড হামলা চালায়। সঙ্গে আরও কেউ ছিল কিনা তা তল্লাশি করে দেখছে পুলিশ।''
Post a Comment