'কঙ্গনা বিজেপিতে যোগ দিতেই পারেন, কিন্তু...', মুখ খুললেন জেপি নাড্ডা

ODD বাংলা ডেস্ক: জনসমক্ষে বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছের কথা জানিয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওত। যদিও তাতে কেউই অবাক হননি। কারণ দীর্ঘদিন ধরেই গেরুয়া শিবিরের সমর্থনে বারবার মুখ খুলেছেন তিনি। এরই মাঝে এক সংবাদমাধ্যমের আলোচনা সভায় বললেন, বিজেপির টিকিট পেলে ২০২৪ লোকসভা ভোটে লড়তে চান তিনি। আলোচনা সভায় কঙ্গনা এও জানিয়েছেন, বিজেপি টিকিট দিলেই হিমাচল প্রদেশের মাণ্ডি লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়তে চান। কঙ্গনার ইচ্ছের কথা জেনে সেই সংবাদমাধ্যমের আলোচনা সভায় মুখ খুলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি বলেন, ‘কঙ্গনা বিজেপি যোগ দিতে চাইলে অবশ্যই তাঁকে স্বাগত। তবে তাঁকে টিকিট দেওয়ার বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের শীর্ষ নেতৃত্ব।’ 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.