ছটপুজোয় অনুষ্ঠানে যোগ দিতে এসে মঞ্চ ভেঙে বিপত্তি, অল্পের জন্য রক্ষা পেলেন জুন মালিয়া

ODD বাংলা ডেস্ক: আজকের দেশের বিভিন্ন জায়গায় চলছে এই ছট পুজোর অনুষ্ঠান। এ রাজ্যও পিছিয়ে নেই। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলাতেও ছট পুজো পালিত হচ্ছে। এরকমই ছট পুজোর অনুষ্ঠান চলছিল রবিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরে কাঁসাই নদীর তীরে। জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের কাঁসাই নদীর তীরে ডিএভি ঘাটের পাশে ছট পূজা উপলক্ষে অনুষ্ঠান মঞ্চ তৈরি করা হয়েছিল। আর সেই মঞ্চে হাজির হয়েছিলেন মেদিনীপুরের তৃণমূল তারকা বিধায়ক জুন মালিয়া।শুধু তিনি একা নন, ছিলেন জেলাশাসক, পুলিশ সুপারও। এছাড়াও মঞ্চে ছিলেন পুরপ্রধান সৌমেন খান সহ অন্যান্য অতিথিরা। কিন্তু তার মধ্যেই ঘটে গেল বিপত্তি। এতজন মানুষকে নিয়ে ওই মঞ্চ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। মঞ্চে উপস্থিত অতিথিদের মাথার ওপর ভেঙে পড়ে মঞ্চের ছাউনি। মুহূর্তের মধ্যে ব্যাপক হইচই শুরু হয়ে যায়। তবে মঞ্চ ভেঙে পড়লেও তারকা বিধায়ক জুন মালিয়া বা অন্যান্যদের কিছু হয়নি বলে জানা গিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.