কেরালায় বার্ড ফ্লু আতঙ্ক, বিশেষজ্ঞ টিম গড়ল স্বাস্থ্যমন্ত্রক


ODD বাংলা ডেস্ক: একের পর এক হাঁসের মৃত্যুর ঘটনায় কেরালায় নতুন করে বার্ড ফ্লু আতঙ্ক ছড়াল। কুত্তানাদ অঞ্চলে প্রায় এক হাজারের বেশি হাঁসের মৃত্যু হয়েছে লে জানা গেছে। ফ্লু-র আতঙ্কে এরপরেই আলাপুঝা জেলায় সরকারের পক্ষ থেকে হাঁস-মুরগি মেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। সরকারি সূত্রে জানা গেছে গত পাঁচ দিনে কেরালার কুত্তানাদ অঞ্চলের হরিপদ পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের ভাজুথানামে একটি সরকারি পোলট্রি ফার্মে প্রায় ১ হাজার ৩০০টি হাঁস মারা যায়। এরপর জাঁকিয়ে বসে ফ্লু আতঙ্ক। এভিয়ান ইনফ্লুয়েঞ্জার বিষয়টি খতিয়ে দেখতে সাত সদস্যের উচ্চপর্যায়ের কমিটি তৈরি করেছে স্বাস্থ্য মন্ত্রক। এই কমিটি কেরালার পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট জমা দেবে। পরিস্থিতি সামালে কী পদক্ষেপ নেওয়া উচিত তা সম্পর্কেও ওই কমিটি নির্দিষ্ট পদক্ষেপের সুপারিশ করবে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.