খুনের পর রান্না করে খাওয়া হয় নরমাংস! কেরলে দুই মহিলার বলির ঘটনায় মিলল চাঞ্চল্যকর তথ্য
ODD বাংলা ডেস্ক: যৌবন এবং ভাগ্য ফেরানোর জন্য কেরলের দুই প্রৌঢ়াকে খুনের ঘটনায় প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে তদন্তকারীদের অনুমান, দুই মহিলাকে খুন করার পরে তাদের মাংস রান্না করে খেয়েছিল অভিযুক্তরা। নিজেদের যৌবন ধরে রাখতেই এই কাজ করা হয়েছে বলে অনুমান। মঙ্গলবারই ‘ভাগ্য ফেরাতে’ দুই অপরিচিত মহিলাকে খুনের অভিযোগে এক দম্পতি-সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জেরা করেই জানা গিয়েছে এমন তথ্য। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্তের নাম মহম্মদ শফি। সোশ্যাল মিডিয়ায় পদ্মা ও রোজেলিন নামে দুই মহিলার ছবি দেখেছিল সে। তারপরেই অভিযুক্ত দম্পতির কাছে গিয়ে সে জানায়, এই দুই মহিলাকে হত্যা করলেই তাঁদের আর্থিক সমস্যা মিটে যাবে। এই কথা শুনেই বাড়িতে ডেকে ওই দুই মহিলাকে খুনের ছক কষেন অভিযুক্ত দম্পতি ভাগবল সিং ও লায়লা। শফির নির্দেশেই ভয়াবহ অত্যাচার চালানোর পরে খুন করা হয় দুই মহিলাকে। একজনের মৃতদেহ ৫৬ টুকরো করা হয়েছিল বলেও জানা গিয়েছে।
Post a Comment