দীর্ঘ দুই দশক পর অ-গান্ধি সভাপতি পেল জাতীয় কংগ্রেস, থারুর-কে হারিয়ে কুর্সিতে খাড়গে

ODD বাংলা ডেস্ক: দীর্ঘ দুই দশক পর অ-গান্ধি সভাপতি পেল জাতীয় কংগ্রেস। থারুর কে হারিয়ে কুর্সিতে খাড়গে। গণনা শেষে খাড়গে মোট ৯৩৮৫টি ভোটের মধ্যে ৭,৮৯৭ ভোট পেয়ে, তার প্রতিপক্ষ শশী থারুরকে পরাজিত করেছেন। শশী থারুর পেয়েছেন মাত্র ১,০৭২ টি ভোট। খাড়গে অন্তর্বর্তীকালীন কংগ্রেস সভেনেত্রী সোনিয়া গান্ধীর স্থলাভিষিক্ত হবেন, যিনি ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পরে রাহুল গান্ধী পদত্যাগ করার পর থেকে এই পদে অধিষ্ঠিত ছিলেন। কংগ্রেসের সভাপতি নির্বাচনে মল্লিকার্জুন খাড়গের জয়ের পরে দিল্লিতে কংগ্রেস সদর দফতরের বাইরে রীতিমত উৎসবের মেজাজ।কংগ্রেস সভাপতি পদে যোগ্য ব্যক্তি লড়াই বহুদিন ধরেই চলছে। গান্ধী পরিবারের বাইরে দলের সভাপতি নির্বাচন আয়োজনেও দীর্ঘ সময় লেগেছে। অবশেষে শশী থারুরকে হারিয়ে দলের সভাপতির মুকুট জিতে নিলেন দলের অন্যতম প্রবীণ নেতা মল্লিকার্জুন খাড়গে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.