লোকাল ট্রেনের সিে কতজন বসতে পারেন, ৩ না ৪? কী বলছে রেল


ODD বাংলা ডেস্ক: নিত্যযাত্রীরা যারা নিয়মিত লোকাল ট্রেন ব্যবহার করেন, তাঁরা জানেন লোকাল ট্রেনে ভিড় হয় ব্যাপক ভাবে। হাওড়া ডিভিশনের লোকাল ট্রেন তুলনামূলক ফাঁকা থাকলেও, শিয়ালদা ডিভিশনের লোকাল ট্রেনে অফিস টাইমে ওঠা দুষ্কর। কোনও বগির সব সিট ভরে তো যায়ই, শিয়ালদা থেকেই ট্রেনে দাঁড়িয়ে যান অনেকেই। আবার শিয়ালদার পর দমদম পার করতেই ট্রেনে পা ফেলা অসাধ্য হয়ে ওঠে।এমন পরিস্থিতিতে লোকাল ট্রেনে, বিশেষত শিয়ালদা ডিভিশনের লোকাল ট্রেনের সিটে সবসময়ই দেখা যায় ৪ জন যাত্রীকে বসে যেতে। তবে, ৪ নম্বর জায়গায় যিনি বসেন তিনি কোনওমতেই বসতে পারেন। অনেক যাত্রীর বক্তব্য, অমন ভাবে বসে যাওয়ার তুলনায় দাঁড়িয়ে যাওয়া ঢের ভালো। তবে তা সত্ত্বেও প্রতিটি সিটেই থাকেন ৪জন ব্যক্তি।রেলের তরফে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, সিটে বসা নিয়ে রেলের কোনও লিখিত নিয়ম নেই। তবে, যে সিটগুলিতে চারজন বসেন, সেগুলি আসলে ৩ জনের সিট। সেই কারণেই, সিটের সংখ্যাও থাকে ৩টি। তবে যাত্রীরা বন্ধুত্বপূর্ণ মনোভাব বজায় রাখেন বলেই, চারজন বসে যেতে পারেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.