কোজাগরী লক্ষ্মীপুজোর শুভ ক্ষণ কখন, জেনে নিন

ODD বাংলা ডেস্ক: দুর্গা পুজোর ঠিক পরেই আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে আরাধনা করা হয় দেবী লক্ষ্মীর। এটি কোজাগরী লক্ষ্মীপুজো নামে খ্যাত। লক্ষ্মী হলেন ধনসম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী। তাই, ধন-সম্পদ, বৈভবের আশায় এবং পরিবারের মঙ্গল কামনায় এ দিন ঘরে ঘরে দেবীর পুজো হয়ে থাকে। আসুন জেনে নেওয়া যাক, ২০২২ সালের কোজাগরী লক্ষ্মী পুজোর তিথি, শুভক্ষণ ও তাৎপর্য -

লক্ষ্মীপুজোর তিথি এবং শুভ ক্ষণ
২০২২ সালে কোজাগরী লক্ষ্মীপুজো পড়েছে ৯ অক্টোবর, রবিবার। বাংলা পঞ্জিকা অনুসারে ২২ আশ্বিন, ১৪২৯। 
পূর্ণিমা শুরু হবে - শনিবার, ৮ অক্টোবর ভোররাত ৩টে ২৯ মিনিট ৪২ সেকেন্ডে। 
পূর্ণিমা শেষ হবে - রবিবার, ৯ অক্টোবর রাত ২টো ২৫ মিনিট ৫ সেকেন্ডে।

কোজাগরী লক্ষ্মী পুজোর তাৎপর্য 
বছরের বিভিন্ন তিথিতে লক্ষ্মী পুজো করা হয়। তবে আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে পালিত কোজাগরী লক্ষ্মী পুজোর গুরুত্ব একটু আলাদা। 'কোজাগরী' শব্দটি এসেছে সংস্কৃত শব্দ-বন্ধ 'কঃ জাগর' থেকে। 'কঃ' মানে কে, আর 'জাগর' শব্দের অর্থ হল 'জেগে আছ'। দু'য়ে মিলে দাঁড়ায় 'কে জেগে আছ?' কোজাগরী লক্ষ্মী পুজোয় রাত্রি জাগরণের নিয়ম রয়েছে। কথিত আছে, কোজাগরী পূর্ণিমার রাতে স্বর্গ থেকে মর্ত্যে নেমে আসেন দেবী লক্ষ্মী। ঘরে ঘরে খোঁজ নিয়ে যান, কে জেগে আছে। যে ভক্ত রাত জেগে দেবীর আরাধনা করেন, তাঁকে দু'হাত ভরে আশীর্বাদ করেন তিনি। তাঁর ঘর ভরে ওঠে ধন-সম্পদে। তাই, ভক্তরা কোজাগরী পূর্ণিমায় সারা রাত জেগে থাকেন দেবীর আশীর্বাদ পাওয়ার জন্য। এই দিন সন্ধ্যেবেলা থেকেই বাংলার প্রতিটি ঘর মুখরিত হয়ে ওঠে শঙ্খধ্বনিতে। শাস্ত্র মতে, লক্ষ্মীর আসার সময় যে গৃহের দরজা বন্ধ থাকে ও যে বাড়ির গৃহস্থরা ঘুমিয়ে থাকেন, সেখান থেকে মুখ ফেরান দেবী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.