এবছর প্রথমবার লক্ষ্মীপুজো করবেন ভাবছেন, জেনে নিন পুজোর জন্য কী কী প্রয়োজন


ODD বাংলা ডেস্ক: মা লক্ষ্মীর আরাধনা করতে বাড়ির মা লক্ষ্মীরা কিন্তু কোনও অংশে কম নয়। অনেকেই রয়েছেন যাঁরা পুরোহিত না ডেকেই দিব্যি গুছিয়ে লক্ষ্মীপুজো করেন। তবে যাঁরা নিয়ম-কানুন জানেন, তাঁরা তো জানেন, কিন্তু যাঁরা জানেন না এই প্রতিবেদন তাঁদের জন্য। যাঁরা এবছর প্রথমবার লক্ষ্মীপুজো করবেন বলে ঠিক করেছেন, তাঁরা হয়তো জানেন না কী কী সামগ্রী পুজোর জন্য লাগবে। তাঁদের জন্য বলে রাখি লক্ষ্মীপুজোয় অতি ঘরোয়া কিছু জিনিস প্রয়োজন। 

শেষ মুহূর্তে প্রস্তুতি নিতে হলেও খেয়াল রাখুন সিঁদুর, অধিবাস ডালা, তিল, হরিতকী, ঘট, একসরা, আতপ চাল রয়েছে কি না। এ ছা়ড়াও প্রয়োজন ১টি ঘটের গামছা, ১টি কুণ্ডহাঁড়ি, ১টি তেকাঠি, ১টি দর্পণ, পঞ্চগুঁড়ি, পঞ্চগব্য, পঞ্চরত্ন, ১টি সশীষ ডাব, ৪টি তীর, পুষ্প, দুর্বা।

এছাড়াও যে যে জিনিসগুলি লাগে,তা হল- 
  • ৩টি আসনাঙ্গুরীয়ক
  • মধুপর্কের ৩টি বাটি
  • দই
  • মধু
  • গব্যঘৃত
  • চিনি
  • ৩টি নৈবেদ্য
  • ১টি কুচা নৈবেদ্য
  • লক্ষ্মীর শাড়ি
  • নারায়ণের ধুতি
  • পেচক পুজোর ধুতি
  • লোহা, শঙ্খ, সিঁদুরচুবড়ি
  • বালি, কাঠ
  • খোড়কে
  • ঘি এক পোয়া
  • হোমের বেলপাতা ২৮টি
  • ভোগের রান্নার জিনিস
  • কর্পুর
  • চিঁড়ে
  • নারকেল, পান
  • চানের মশলা
  • ১টি থালা
  • ২টি ঘটি, 
  • ১টি ফুলের মালা
  • ১টি চন্দ্রমালা এবং পূর্ণপাত্র।
ফর্দ মিলিয়ে এ সব জিনিস কিনে ফেললে নিজের মতো করে নির্বিঘ্নে সারতে পারবেন লক্ষ্মীপুজো। লক্ষ্মীর পাঁচালীটি নিতে ভুলবেন না যেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.