১০ বছরে রেকর্ড, অক্টোবরের শেষেই ২০ ডিগ্রির নিচে নামল কলকাতার তাপমাত্রা

ODD বাংলা ডেস্ক: ক্যালেন্ডার বলছে অক্টোবর মাস। শীত আসতে আর বেশি দেরি নেই। তবে আবহাওয়া বলছে অন্য কথা। শনিবার সকাল থেকে শিরশিরে ভাব। হালকা কুয়াশার চাদরে ঢেকেছে কলকাতা-সহ রাজ্যের প্রায় সর্বত্র। অক্টোবরের শেষেই রেকর্ড পারদপতন। চলতি মাসে শেষেই ২০ ডিগ্রির নিচে নামল কলকাতার তাপমাত্রা। যা গত দশ বছরে রেকর্ড। জেলাগুলির শীতচিত্রও প্রায় একইরকম।কলকাতায় গত ১০ বছরে এত নিচে নামেনি অক্টোবর মাসের তাপমাত্রা। ১০ বছরের শীতলতম অক্টোবর কলকাতায়। ২০১২ সালের অক্টোবরে কলকাতার তাপমাত্রা ছিল ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। এরপর ২০১৮ সালে কুড়ি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়েছিল কলকাতায়। ২০২২ সালে কলকাতায় অক্টোবর মাসে রেকর্ড তাপমাত্রা। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াসে। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাগুলিতেও এদিন শীতের আমেজ উপভোগ করেন বঙ্গবাসী। সকালে হালকা কুয়াশার চাদরে মোড়া ছিল চতুর্দিক। শিরশিরানিও টের পান বহু অফিসযাত্রী। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.