ঘনিয়ে আসছে নিম্নচাপ! তবে কি সুপার সাইক্লোনের সাক্ষী থাকতে চলেছে বাংলা?
ODD বাংলা ডেস্ক: বাংলা থেকে বর্ষার বিদায় ঘটেছে। শীতকালের অপেক্ষায় অধীর আগ্রহে রাজ্যবাসী। কিন্তু, তার মধ্যেই ফের একবার বৃষ্টির চোখরাঙানি। চলতি সপ্তাহের শেষেই বঙ্গে ফের বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সৌজন্যে আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত। তবে এ রাজ্যে কোনওভাবেই সুপার সাইক্লোনের সম্ভাবনা নেই। স্পষ্ট জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, "আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা ক্রমশই পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। আগামী বৃহস্পতিবার তা নিম্নচাপে পরিণত হবে। এরপর শনিবার নাগাদ দক্ষিণ পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের রূপ নেবে সেটি। ফের এই সিস্টেম বাঁক নিতে পারে। তবে কোনওভাবেই তা সুপার সাইক্লোনে পরিণত হবে না। যদিও নিম্নচাপের দরুণ ২০ তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হতে পারে বৃষ্টিপাত।" অর্থাৎ কালীপুজোর সময় বঙ্গে সাইক্লোনের তাণ্ডব চালানোর কোনও সম্ভাবনাই নেই।
Post a Comment