মাল নদীতে ভায়বহ হড়পা বানের পর সতর্ক নবান্ন, বিসর্জন ঘিরে কড়া নির্দেশিকা

ODD বাংলা ডেস্ক: দশমীতে বিসর্জনের সময় জলপাইগুড়িতে মাল নদীতে হড়পা বানের জেরে ভয়াবহ দুর্ঘটনা। মৃত্যু হয়েছে বিসর্জন দেখতে আসা একাধিক দর্শনার্থীর। এরপরই নড়েচড়ে বসল নবান্ন। বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। বিসর্জনকে কেন্দ্র করে সমস্ত ঘাটগুলিতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জারি করার নির্দেশ দিয়েছে প্রশাসন। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রত্যেকটি জেলাশাসককে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।মৃত্যু কিংবা ডুবে যাওয়ার মত ঘটনা এড়াতে জেলায় জেলায় বিসর্জনের ঘাটগুলিতে জেলাশাসকদের পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। নীচুস্তরের আধিকারিকদের প্রতিমা নিরঞ্জনের সময় ঘাটগুলিতে সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে। একাদশী, দ্বাদশী সহ এখনও মোট তিনদিন প্রতিমা নিরঞ্জন চলবে প্রত্যেকটি জেলায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.