প্লাস্টিকে মোড়া সদ্যোজাত, ভেসে যাচ্ছে গঙ্গায়! অতঃপর...


ODD বাংলা ডেস্ক: বর্ধিত বর্ষায় ভয়াল রূপ গঙ্গার। সেই গঙ্গার জলেই ভেসে যাচ্ছিল সদ্যোজাত শিশু। প্লাস্টিকে মোড়া অবস্থায় কোনও রকমে শ্বাস-প্রশ্বাস চলছিল তার। সেই অবস্থায় তাকে উদ্ধার করলেন স্থানীয়রা। অল্পের জন্য প্রাণ রক্ষা হয়েছে শিশুটির। হাসপাতালে চিকিৎসা চলছে। এখন শিশুটির অবস্থা স্থিতিশীল।মালদা জেলার রতুয়া থানা এলাকার নয়া বিলাইমারি এলাকার ঘটনা। শুক্রবার সকালে এই চাঞ্চল্যকর ঘটনা চোখে পড়ে। স্থানীয়রা জানিয়েছেন, প্লাস্টিকে মোড়া অবস্থায় শিশুটি ভেসে যাচ্ছিল। সেই দৃশ্য দেখে চমকে ওঠেন স্থানীরা। গঙ্গায় ঝাঁপ দেন তাঁদের মধ্যে কয়েক জন। তাতেই সদ্যোজাত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয় নদী থেকে। স্থানীয়রা জানিয়েছেন, গঙ্গার জল থেকে উদ্ধারের পর শিশুটিকে মহানন্দটোলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে, রেফার করা হয় মালদা মেডিক্যাল কলেজে। আপাতত সেখানে স্থিতিশীল রয়েছে তার শারীরিক অবস্থা। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.