পুজোয় ৫০ হাজার কোটি টাকার ব্যবসা রাজ্যে, বড় সুখবর শোনালেন মমতা

ODD বাংলা ডেস্ক: গত দু'বছর করোনার চোখ রাঙানির জন্য দুর্গাপুজো হয়েছিল বহু বিধিনিষেধ মেনে। এই বছর রাজ্যের কোভিড পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। তার উপর দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। সবমিলিয়ে পুজোয় দেদার আনন্দ-উৎসবে মেতেছিল আম বাঙালি। আর দুর্গাপুজোকে ঘিরে পশ্চিমবঙ্গে ৫০ হাজার কোটি টাকার ব্যবসা হয়েছে, এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ভবানীপুরে বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হয়। সেখানেই এই মন্তব্য করেছেন তিনি। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "এই বছর পুজোয় সবথেকে বেশি লাভ হয়েছে দরিদ্রদের। ব্যবসার দিক থেকে অন্যান্য বছরের থেকে এই বছর ভালো গিয়েছে। প্রায় তিন লাখ মানুষের আয় হয়েছে দুর্গাপুজোতে।"

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.