বৃহস্পতিতে ভবানীপুরে বিজয়া সম্মিলনী মমতার, একই দিনে বিধানসভায় আয়োজন শুভেন্দুর
ODD বাংলা ডেস্ক: নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে বিজয়া সম্মিলনীতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বৃহস্পতিবার ওই সম্মিলনীর আয়োজন করা হয়েছে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। ঘটনাচক্রে, ওই একই দিনে বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের বিজয়া সম্মিলনীর আয়োজন করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।বৃহস্পতিবার ভবানীপুর বিধানসভার অন্তর্গত ‘উত্তীর্ণ’ মুক্তমঞ্চে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছে বলে মঙ্গলবার টুইট করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তৃণমূলনেত্রী যে দিন নিজের বিধানসভা কেন্দ্রের নেতা-কর্মীদের সঙ্গে বিজয়া সম্মিলনী করবেন, ঘটনাচক্রে ঠিক সেই সময়েই বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের বিজয়া সম্মিলনীর আয়োজন করা হবে বলে গেরুয়া শিবির সূত্রে জানা গিয়েছে।ওই বিজয়া সম্মিলনীর আয়োজক বিরোধী দলনেতা শুভেন্দু।
Post a Comment