হড়পা বানের দুর্ঘটনার পর মালবাজার সফরে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন বিজয়া সম্মেলনীতে

ODD বাংলা ডেস্ক: বিজয়া দশমীর রাতে মাল নদীতে বিসর্জনের সময় ভয়াবহ হড়পা বান আসে। বিসর্জন উপলক্ষে সেখানে জড়ো হওয়া একাধিক দর্শনার্থী ভেসে যান। মৃত্যু হয় আট জনের। আতঙ্ক ছড়িয়ে পড়ে মালবাজারে। দুঃখপ্রকাশ করে আর্থিক সাহায্যের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিহতদের পরিবার পিছু দু'লাখ টাকা এবং একজনকে চাকরির ঘোষণা করেন।হড়পা বানের দুর্ঘটনার পর এই প্রথম উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি। যে মালবাজারে এই ভয়ংকর দুর্ঘটনা ঘটেছিল সেখানেই এই অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে আমন্ত্রিত উত্তরবঙ্গের শিল্পপতিরা। মালবাজারের পাশাপাশি শিলিগুড়িতেও কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.