‘বিক্রম’-এর সর্বকালীন সংগ্রহকে ছাপিয়ে গেল ‘পোন্নিয়িন সেলভান’-এর দু’সপ্তাহের আয়

ODD বাংলা ডেস্ক: প্রথম সপ্তাহে লভ্যাংশ ছুঁয়েছিল ৩০০ কোটি টাকা। দ্বিতীয় সপ্তাহের শেষে ৪০০ কোটিরও বেশি! কমল হাসন অভিনীত ‘বিক্রম’-এর রেকর্ড ভেঙে দিল ‘পোন্নিয়িন সেলভান ১’।প্রযোজকরা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছেন দ্বিতীয় সপ্তাহের শেষে ছবিটি ৪০০ কোটিরও বেশি আয় করেছে। আগে যে কৃতিত্বের অধিকারী ছিল ‘বিক্রম’। প্রতিবেদন অনুসারে, একই বছরে দু’টি ব্লকবাস্টার মুক্তি পাওয়া দক্ষিণেও এক বিরল ঘটনা, তা-ও চার মাসের ব্যবধানে! শুধু তা-ই নয়, নির্মাতারা আশাবাদী যে, ২০২৩ সালে মুক্তি পেতে চলা ‘পোন্নিয়িন সেলভান ২’ প্রথম কিস্তির রেকর্ড ভাঙবে। আগামী গ্রীষ্মে সিনেমাহলে ঝড় তুলবে সিক্যুয়েল। মণি এর আগে নিশ্চিত করেছিলেন যে, প্রথম সিনেমার ছয় থেকে নয় মাসের মধ্যে পরেরটি মুক্তি পাবে।পরিসংখ্যান বলছে, ‘পোন্নিয়িন সেলভানভ ১’-ই প্রথম তামিল ছবি, যা সবচেয়ে কম সময়ে ১০০ কোটি টাকা তুলে আনতে পেরেছে। বাকি রেকর্ডও অচিরেই ভেঙে ফেলবে এই ছবি— এমনই আশা করছেন প্রযোজকরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.