গ্রেফতার করতে নিষেধ সিবিআইকে, তবু কেন ধরল ইডি, সুপ্রিম কোর্টে মানিকের আইনজীবী
ODD বাংলা ডেস্ক: এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করছেন ধৃত মানিক ভট্টাচার্যের আইনজীবী। মঙ্গলবার শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় মানিককে গ্রেফতার করেছে ইডি। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক মানিকের এই গ্রেফতারির বিরোধিতা করলেন তাঁর আইনজীবী। তাঁর দাবি, এই মামলায় শীর্ষ আদালত রক্ষাকবচ দিয়েছে তাঁর মক্কেলকে। সিবিআইকে বলা হয়েছে মানিককে গ্রেফতার করা যাবে না। তারই মধ্যেই কেন ইডি তাঁকে গ্রেফতার করল? একই মামলায় রক্ষাকবচের পরিধি কী হওয়া উচিত? এমনই সব প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে আবেদন করলেন মানিকের আইনজীবী। মঙ্গলবার দুপুর ২টোর সময় বিচারপতি অনিরুদ্ধ বসুর ডিভিশন বেঞ্চে মামলাটি উঠতে পারে।
Post a Comment