মোদী সরকারের বড় প্রকল্প, এবার মহিলারা পাবেন ৬,০০০ টাকা!

ODD বাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার অন্তর্গত প্রথমবার গর্ভধারণে ও শিশুকে স্তন্যপানের মহিলাদের বিশেষ করে আর্থিক সহায়তা দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার৷ এই যোজনাকে গর্ভাবস্থা সহায়তা যোজনা নামেও বলা হয়ে থাকে৷ যোজনার লাভ নিতে গেলে প্রথমবার গর্ভধারণের পরে নাম নথিভুক্ত করতে হবে যে যে নথি প্রয়োজনীয় সেগুলি হল স্বামীর আধার কার্ড, ব্যাঙ্কের পাসবইয়ের জেরক্স৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট জয়েন্ট হলে চলবেনা৷ এই ক্ষেত্রে গর্ভবতী মহিলারা ৬,০০০ টাকা তিনটি কিস্তিতে পাবেন৷ কেন্দ্রের পক্ষ থেকে এটি একটি বিরাট পদক্ষেপও বলা যেতে পারে৷ এই যোজনার অন্তর্গত হবু মায়েদের পুষ্টি প্রদানের মোট ৬,০০০ টাকা দেওয়া হবে৷ প্রথম কিস্তিতে ১,০০০ টাকা, দ্বিতীয় কিস্তিতে ২,০০০ টাকা, তৃতীয় কিস্তিতে ১,০০০ টাকা ও চতুর্থ কিস্তিতে ২,০০০ টাকা দেওয়া হবে ৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.