মস্কো থেকে আসা বিমানে বোমাতঙ্ক, দিল্লি বিমানবন্দরে হাই অ্যালার্ট

ODD বাংলা ডেস্ক: শুক্রবার সাতসকালে বোমাতঙ্ক। রাশিয়ার মস্কো থেকে দিল্লি আসা বিমানে বোমা থাকার খবর মেলে। এরপরই গোটা এয়ারপোর্টে ছড়িয়ে যায় আতঙ্ক। সঙ্গে সঙ্গে খবর যায় দিল্লি পুলিশে। খবর পাঠানো হয় বম্ব স্কোয়াডকেও।গোটা বিমানবন্দর ও বিমানবন্দর চত্বরে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। বিমানটি অবতরণের পর শুরু হয়েছে তল্লাশি। সংবাদসংস্থার খবর অনুযায়ী, গত রাতে মস্কো থেকে দিল্লি আসা বিমানটি অবতরণের ঠিক আগে এয়ারপোর্টে একটি ফোন আসে। তাতে বলা হয় ওই বিমানটিতে বোমা রয়েছে। দিল্লি পুলিশ সূত্রে খবর, যে নম্বর থেকে ফোন করা হয়েছিল এবং কে করেছিল তারও সন্ধান চালাচ্ছে পুলিশ।রাত ৩টে ২০ নাগাদ মস্কো থেকে আসা বিমানটি দিল্লি বিমানবন্দরে অবতরণ করে। বিমানটিকে দিল্লির ২৯ নম্বর রানওয়েতে অবতরণ করানো হয়। তাতে ৩৮৬ জন যাত্রী এবং ১৬ জন বিমানকর্মী ছিলেন। তাদের সবাইকে সুরক্ষিতভাবে বিমান থেকে নামিয়ে আনার পর শুরু হয় বিমান জুড়ে তল্লাশি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.