মুলায়ম সিং যাদবের শ্রাদ্ধ-সান্তি অনুষ্ঠিত হবে না, জানেন কেন

ODD বাংলা ডেস্ক: যাদব নীতি মেনে মৃত্যর পর ১৩ দিনে হয় শুদ্ধিকরণের কাজ। কিন্তু মুলায়ম সিং যাদবের গ্রাম সাইফাইয়ের রীতি মেনে পরিবর্তন করা হচ্ছে নিয়মের। গরীবের উপর যাতে আর্থিক বোঝা না চাপে, তারজন্যই সাইফাইগ্রামের এই রীতি বলে জানা গেছে। নিজের গ্রাম সাইফাইতে মঙ্গলবার যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয় উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের শেষকৃত্য। আর এরপরেই শুদ্ধিকরণের দিনক্ষণ নিয়ে মুলায়মের পরিবারের মধ্যে তৈরি হয় প্রশ্ন। রীতি অনুযায়ী ১৩ দিনে শুদ্ধিকরণের কথা বলা হলেও, তা মানা হচ্ছে না। কারণ, মুলায়মের গ্রাম সাইফাইয়ের রীতি অনুযায়ী ১৩ দিনে শুদ্ধিকরণের আয়োজন হবে না। ১১ অক্টোবর থেকে ১১ তম দিনে শুদ্ধিকরণ অনুষ্ঠিত হবে।আসলে সাইফাইয়ের লোক বিশ্বাস করেন যে বড়লোকরা ১৩ দিন শুদ্ধিকরণ করলে, তা দেখে গরীব লোকেরাও সেই নিয়ম করবে। এ ক্ষেত্রে গরীবদের উপর আর্থিক বোঝা বাড়বে বলে বিশ্বাস তাদের। আর সে জন্যই ১৩ থেকে কমিয়ে ১১ দিনে শুদ্ধিকরণের অনুষ্ঠানের ব্যবস্থা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.