‘অযোধ্যায় রামমন্দিরের কাজ চলছে দ্রুত গতিতে’, ঘোষণা নরেন্দ্র মোদীর
ODD বাংলা ডেস্ক: উজ্জয়িনীতে ‘মহাকাল লোক’ করিডর উদ্বোধনের পর অযোধ্যার রামমন্দির নিয়ে ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আজাদির অমৃত কালে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার কথা বলতে গিয়ে নমো জানান অযোধ্যার মন্দির তৈরির কাজ দ্রুত গতিতে চলছে। উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির ঘিরে তৈরি হয়েছে মহাকাল করিডর। মঙ্গলবার সন্ধ্যায় সেই করিডরের প্রথম ভাগের উদ্বোধন করেন প্রধান মন্ত্রী। মহাকাল করিডরের এই পর্বের কাজে খরচ হয়েছে মোট ৩১৬ কোটি টাকা। সেখানেই প্রধানমন্ত্রীর ভাষণে উঠল অযোধ্যা, কাশী, সোমনাথ, কেদার-বদ্রীর উন্নয়নের প্রসঙ্গ। দেশের সাংস্কৃতি গৌরব রক্ষার গুরুত্বের উপর এদিন বিশেষ জোর দেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার মহাকাল করিডর উদ্বোধনের আগে মহাকালেশ্বরের মন্দিরে পুজোও দেন প্রধানমন্ত্রী।
Post a Comment